Sasraya News

Cultural programme : ম্যাজিক লণ্ঠন ৭৯৭ : প্রাণবন্ত আড্ডা 

Listen

ম্যাজিক লণ্ঠন ৭৯৭ : প্রাণবন্ত আড্ডা 

সাশ্রয় নিউজ : একটি আড্ডাকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে একত্রিত হচ্ছেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উত্তরোত্তর প্রতি সপ্তাহে ম্যাজিক লণ্ঠন-এর আড্ডাটি প্রাণবন্ত হয়ে উঠছে এবং নতুন নতুন কবিদের উপস্থিতি আশা জাগাচ্ছে, এই উদ্যোগটি দীর্ঘ পথ পাড়ি দেবার শক্তি রাখে।

এদিনের আড্ডায় আলোচকদের আলোচনায় উঠে আসে : ‘কবিকে মানুষ পড়তে হয়’, ‘কবি পৃথিবীকে কিছু বলতে চান ‘, ‘জীবনে মানুষকে লড়াই করতে হয় ‘, ‘লেখক নিজেকে কতটুকু তুলে ধরতে পেরেছেন সেটাই তার আসল কর্ম ‘, ‘কবিতার কাজ হলো জীবনকে শিল্পসম্মতভাবে উপস্থাপন করা।

ম্যাজিক লণ্ঠন-এর এই সপ্তাহের আড্ডা আলোচকদের আলোচনায় সমালোচনায় জমজমাট হয়ে ওঠে। আয়োজকগণ গত ৭ অক্টোবর, ২০২২ শুক্রবার তাঁদের ৭৯৭ তম আড্ডাটিতে বসেছিলেন। আড্ডার এ সপ্তাহের কবি হিসেবে উপস্থিত ছিলেন কবি গুলজার হোসেন গরিব। সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি আলকামা সিদ্দিকী। কবিতাপাঠ, আলোচনা ও সমালোচনায় অংশ নেন, কবি গোবিন্দ লাল সরকার, গুলজার হোসেন গরিব, মামুন অপু, মিয়া বাবরুল পথকবি, সুজিত ধর, সাইফুল ইসলাম, এ কে আজাদ, শেখ সোলায়মান হোসেন বাপ্পী, চঞ্চল আক্তার, সুলতান মাহমুদ, কবি ড. ইসমাত মির্যা, লিলি হক, মোজাম্মেল হক নিয়োগী, হাফিজ উদ্দীন আহমদ, আলকামা সিদ্দিকী, শেখ ফিরোজ আহমদ, শাহিদা ফেন্সী, আতিয়ার রহমান, রমজান মাহমুদ, রুকসানা রহমান প্রমুখ।

    ম্যাজিক লণ্ঠন-এর ৭৯৭ আড্ডাটি সঞ্চালক হিসেবে ছিলেন ম্যাজিক লণ্ঠন-এর অন্যতম সম্পাদক রমজান মাহমুদ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read