Sasraya News

Cultural programme : প্রাণের সঙ্গে প্রাণের মিলন… 

Listen

প্রাণের সঙ্গে প্রাণের মিলন… 

সাশ্রয় নিউজ : সাহিত্য প্রাণের ক্ষুধা। মনের আনন্দ। আড্ডায় প্রাণের সঙ্গে প্রাণের মিলন। গত ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাঁটাবনে ম্যাজিক লণ্ঠন কার্যালয়ে এ আড্ডাটি বসে। কবি শাহানা আকতার মহুয়া এ আড্ডার বিশেষ অতিথি কবি হিসেবে এসেছিলেন। সভাপতিত্ব করলেন কবি ও ম্যাজিক লণ্ঠন সম্পাদক রুকসানা রহমান।         আলোচকদের আলোচনায় যে বিষয়গুলি শ্রোতাদের সামনে উঠে আসে : ‘দিনশেষে আমরা সবাই একা।’, ‘একজন কবি তাঁর কবিতায় মানবতাকে তুলে ধরেন।’, ‘কবিকে দীর্ঘ কবিতা-যাত্রা করতে হয়।’, ‘সবকিছুই কবিতার বিষয় হতে পারে।’, ‘সৌন্দর্যকে কোনো কিছুর সাথে তুলনা করা চলে না।’, ‘কবি নিজেকে কবি হিসেবে নয়, যেন সমাজ-সংস্কারক হিসেবে ভাবেন।’, ‘কবি কবিতার মাধ্যমে চিহ্ন রেখে যান।’, ‘কবি নতুন কিছু পাওয়ার জন্য জেগে থাকেন।’, ‘কবিতা আসে হঠাৎ করে।’, ‘কবি জেগে থাকেন এবং অন্যকে জাগিয়ে রাখেন।’

    এদিন আড্ডায় কবিতা পাঠ ও আলোচনা করেন কবি শাহানা আক্তার মহুয়া, মাশুক শাহী, জসীম মাহমুদ, আতিয়ার রহমান, এম বি বিপ্লব, এজাজ সানোয়ার, মিয়া বাবরুল পথকবি, আবু সালেহ, আলী মুহাম্মদ, বাহারুল ইসলাম, ফরিদুজ্জামান, বকুল আশরাফ, কামরুজ্জামান, আবদুর রাজ্জাক, রমজান মাহমুদ, শেখ আবদুল হক চাষী, হাসিন মোয়াজ্জেম, আমির হোসেন চৌধুরী, মুসতাক মুকুল, সাহেদ বিপ্লব,লিন্ডা আমিন, রুকসানা রহমান, ইউসুফ রেজা, ফরিদ ভূঁইয়া, খান কাওসার কবির, সুলতান মাহমুদ, গোলাম কিবরিয়া, শেলী সেলিনা, মাশরুরা লাকী, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। এদিনের আড্ডা শেষে মনে একটি বাক্যই বারবার তরঙ্গায়িত হয়, ওগো, প্রাণের সঙ্গে প্রাণের মিলন… 

    এদিন ছিল ম্যাজিক লণ্ঠন-এর ৭৯৬-তম আড্ডা। সমগ্র আড্ডা সঞ্চালনা করেন ম্যাজিক লণ্ঠন-এর আরেক সম্পাদক রমজান মাহমুদ।বিশেষ প্রতিনিধি। ঢাকা। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read