Sasraya News

Cultural programme : কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Listen

কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সাশ্রয় নিউজ : দীর্ঘ দু’বছর পরে কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় বেশ আড়ম্ভরের সঙ্গে বহু প্রতীক্ষিত আনন্দঘন মুহূর্ত, বার্ষিকী সাংস্কৃতিক -২২, অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা শহরের পৌরপতি শ্রী আনন্দ দত্ত উপ-পৌরপতি তপন পড়েল, কার্যকরী সমিতির সভাপতি শ্রী শান্তি সাহা। এছাড়া আরো অনেক শুভানুধ্যায়ী ব্যক্তি অভিভাবকদের উপস্থিতিতে আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেন চাঁদের হাট। উক্ত অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের ভেতর দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী স্বাতী শীল। উদ্বোধন সঙ্গীত পরিবেশিত হয়, ‘শিশিরে শিশিরে…।’ এই অনুষ্ঠানের আরও আকর্ষণীয় বিষয় ছিল অতিথিবরণ, বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গীত-কোলাজ, আবৃতি কোলাজ, নৃত্য কোলাজ এবং ছিল নৃত্যনাট্য পূজারিনী। গান ‘আলোকের এই ঝর্ণা ধারায় বইয়ে দাও।’ ছাত্রীদের অনবদ্য নৃত্যানুষ্ঠান। এরপর ছিল পুরস্কার বিতরণী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিদের জন্য পুরস্কার। তাছাড়া ছিল হাতের লেখার ওপর পুরস্কার । সবশেষে বিদ্যালয় সঙ্গীত “মোরা সত্যেরও পরে…।” মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ-পরিসমাপ্তি ঘটে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রীদের মধ্যে এক অবর্ণনীয় আনন্দঘন অনুভূতির সৃষ্টি হয়েছে।
সমস্থ অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা মমতা রায়চৌধুরী।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read