Sasraya News

Cultural News : দিল্লির সাংস্কৃতিক খবর

Listen

রবীন্দ্রজয়ন্তী 

কালী মন্দিরের প্রভাতী মিলন তীর্থ যা মর্নিং ক্লাব নামে বিখ্যাত রবীন্দ্রজয়ন্তী পালন করল সম্প্রতি ১১ই মে। রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। কবিতা, গান, নাচে সাফল্যমণ্ডিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে দ্বৈত সংগীতে অংশগ্রহণ করেন রীতা বিশ্বাস পান্ডে, শর্মিষ্ঠা মুখার্জি দু’জনে রবীন্দ্র সংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি পরিবেশন করেন।

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, দিল্লি শাখার অনুষ্ঠান 

সম্প্রতি ১১ মে ২০২৫ রবিবার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, দিল্লি শাখার অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন বাৎসরিক বাংলা ভাষার শিক্ষা সংক্রান্ত কিছু কাজ যেমন পরীক্ষায় উত্তীর্ণ উৎকর্ষকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ছিল, বর্তমান ক্রিয়াকলাপ সম্পর্কিত আলোচনা, কবিতা, গল্প, বক্তব্য। উপস্থাপনা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। বিশেষ করে রবীন্দ্র সম্পর্কিত। কেন্দ্রীয় সংগঠন সম্পর্কে জ্ঞাতব্য সমস্ত সদস্যদের জানালেন, সভাপতি এবং কর্মাধ্যক্ষ। নির্ধারিত স্থান নির্ধারিত হয়েছিল চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরের নেতাজি সুভাষ হল।

সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মদিন পালন 

বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে পালন করা হল সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মদিন। উদ্যোক্তা ছিলেন সারদা সংগীত কলা কেন্দ্র। গায়ক রজত চক্রবর্তী, বিখ্যাত গায়িকা ইন্দু, রিতা ভট্টাচার্য প্রমুখরা তাঁদের অত্যন্ত সুন্দর সুরেলা কণ্ঠে ক’য়েকটি পুরাতন মেলোডি গেয়ে সকলকে শোনান। ওইদিন বিপিন পল অডিটোরিয়ামে বিশিষ্ট সংগীতশিল্পী রজত চক্রবর্তী স্বর্ণযুগের পুরনো সুর পরিবেশন করলেন। মাননীয়া বাসুরী স্বরাজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিখ্যাত সংগীতশিল্পী ইন্দু ঠাকুর ও রজত চক্রবর্তী দ্বৈত কণ্ঠে সংগীত পরিবেশনা করে দর্শকদের মন জয় করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রীতা বিশ্বাস পান্ডে।
এছাড়াও দিল্লির বিভিন্ন স্থানে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় বলে উল্লেখ। —-রীতা বিশ্বাস পান্ডে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read