



বিনীত শর্মা, সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : স্নাতক স্তরের কলেজে ভর্তি হওয়ার জন্য চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির একটি CUET UG 2025-এর ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রায় ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। কিন্তু এখনও পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency – NTA) কোনও নির্দিষ্ট তারিখ জানায়নি, কবে প্রকাশিত হবে ফলাফল এবং চূড়ান্ত উত্তরপত্র। গত বছর ১৫ থেকে ২৪ মে পর্যন্ত হাইব্রিড মোডে (কম্পিউটার ভিত্তিক ও অফলাইন) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় ১৩.৪৮ লক্ষ পরীক্ষার্থী। তবে ফলাফল প্রকাশে দেরি হয়েছিল সেই সময়েও, চূড়ান্ত ফল এসেছিল ২৮ জুলাই, মূলত কিছু কেন্দ্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বিক্ষোভের জেরে। এই বছরেও অনিশ্চয়তা রয়ে গিয়েছে সেই পুনরাবৃত্তির আশঙ্কা নিয়ে।
এ বছর CUET UG পরীক্ষার কাঠামোতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পুরো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে CBT মোডে (Computer Based Test)। এতে ছিল তিনটি বিভাগ—
√সেকশন ১-এ ছিল ১৩টি ভাষা,
√সেকশন ২-এ ২৩টি ডোমেইন বিষয়,
এবং √সেকশন ৩-এ সাধারণ দক্ষতা পরীক্ষা।
পরীক্ষার অস্থায়ী উত্তরপত্র ১৭ জুন প্রকাশিত করেছিল NTA, এবং আপত্তি জানানোর সুযোগ ছিল ২০ জুন পর্যন্ত। সেই প্রক্রিয়া শেষ হলেও চূড়ান্ত উত্তরপত্র ও ফল প্রকাশ নিয়ে এখনও কোনও ঘোষণা আসেনি।
একজন পরীক্ষার্থী রেশমি পাল (Reshmi Pal) বলেন, ‘প্রায় এক মাস হয়ে গেল, কিন্তু আমরা এখনও জানি না আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। যে হারে বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্ত এবং প্রশাসনিক সমস্যা বেড়েছে, তাতে আতঙ্কিত হচ্ছি।’ একই সুর শোনা গেল ছাত্র সংগঠনগুলির কাছ থেকেও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা অভিযোগ করেন, ‘NTA-র অব্যবস্থার জন্যই ফল প্রকাশে দেরি হচ্ছে। এটা শুধু পরীক্ষার প্রশ্ন নয়, ১৩ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন।’ তবে ফলাফল প্রকাশিত হলে পরীক্ষার্থীরা কীভাবে তা যাচাই করবেন, তার কিছু প্রক্রিয়া ইতিমধ্যেই জানিয়ে রাখা হয়েছে:
১. cuet.nta.nic.in ওয়েবসাইটে যেতে হবে
২. হোমপেজে থাকা “CUET UG Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে
৩. এরপর পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করতে হবে
৪. স্কোরকার্ড স্ক্রিনে দেখা গেলেই, সেটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
যে বিষয়গুলি খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ
১.পরীক্ষার্থীর নাম
২.রোল নম্বর
৩.ছবি ও স্বাক্ষর
৪. প্রতিটি বিভাগের স্কোর
৫. সামগ্রিক স্কোর ও পার্সেন্টাইল
৬. জন্মতারিখ, শ্রেণি, কোর্সের নাম ও কোড।
ফলাফল প্রকাশের পর, CUET UG-তে অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা সংস্থা তাদের নিজস্ব মেধাতালিকা (merit list) তৈরি করবে। সেই অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া চালু হবে, যেখানে NTA-র দেওয়া স্কোরকার্ডই হবে মূল ভিত্তি। তবে ভর্তি হবে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত যোগ্যতা, র্যাঙ্ক, ডকুমেন্ট যাচাই, এবং অন্যান্য নিয়মাবলীর উপর নির্ভর করে।
বিশ্লেষকদের মতে, এ বছর পরীক্ষার সময়সীমা, বিষয়সংখ্যা, এবং প্রশ্ন কাঠামো সব কিছুর পরিবর্তন পরীক্ষার্থীদের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করেছে। সেই সঙ্গে ফল প্রকাশে বিলম্ব হলে তা আরও উদ্বেগ বাড়াতে পারে। শিক্ষাবিদ অনিরুদ্ধ চক্রবর্তী (Aniruddha Chakraborty) মন্তব্য করেছেন, “এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর সময়মতো ফল না বেরনো মানেই একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া। ছাত্রদের মানসিক স্থিতি রক্ষা করতে হলে, প্রশাসনিক স্বচ্ছতা এখন সবচেয়ে জরুরি।” উল্লেখ্য যে, সার্বিক পরিস্থিতি থেকে একটাই স্পষ্ট ১৩ লক্ষ ছাত্রছাত্রীর চোখ এখন ওয়েবসাইটের হোমপেজে। কবে আসবে সেই কাঙ্ক্ষিত ‘CUET UG Result 2025’-এর ঘোষণা, তারই প্রহর গুনছে পরীক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?
