Sasraya News

Saturday, February 8, 2025

Cristiano Ronaldo : রোনাল্ডোর ৯০০ গোল, সম্মান জানাল আল নাসের

Listen

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ফুটবলের কিংবদন্তী ক্রিস্টিয়ানো রোনান্ডো (Cristiano Ronaldo) সম্প্রতি তাঁর ৯০০ তম গোলটি করেন। সেই গোলের পরেই তিনি ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে চিহ্নিত। বর্তমানে রোনাল্ডো সৌদি আরবের ফুটবল ক্লাব ‘আল নাসের’ এর সঙ্গে চুক্তিবদ্ধ। ওই ক্লাবের হয়েও অজস্র গোল করেছেন ক্রিস্টিয়ানো। ইতিমধ্যে তিনি সৌদি প্রো লিগ’-এর লড়াইয়ে। তবে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে তিনি ৯০০ তম গোল করে সকলের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছেন। তাতে খুশি রোনাল্ডোর ক্লাব আল নাসের। সম্প্রতি নিজের ক্লাবের হয়ে আল আহলি বিরুদ্ধে মাঠে নামেন তিনি। সেই ম্যাচেই তাঁকে ক্লাব থেকে দেওয়া হয় সম্মান স্বরূপ একটি জার্সি। জার্সিটিতে লেখা, ‘GOAT’ (যার  মানে দাঁড়িয় : Greatest of All Time)। ওই লেখাটির নিচে ‘৯০০ গোলস’। গ্যালারিতে টিফোও বর্তমান ছিল। আল নাসের ও আল আহলি ম্যাচটিতে জয় হাত ছাড়া হয় রোনাল্ডোর ক্লাব আল নাসেরের। তারপরে সমাজমাধ্যমে ক্রিস্টিয়ানো লেখেন : ‘Untill the last moment. Keep believing!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment