Cristiano Ronaldo : উয়েফা নেশন্‌স লিগ: আবার ফাইনালে পর্তুগাল, রোনাল্ডোর ম্যাজিকে হার জার্মানির

SHARE:

ভারতে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের দলে নথিভুক্ত হলেন সিআর৭। ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। Cristiano Ronaldo may play in India against FC Goa in the AFC Champions League Two. Al Nassr registers CR7 for the match. Football fans excited.

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ, স্পোর্টস ডেস্ক : আবার ইতিহাস লিখল পর্তুগাল। ছয় বছর পর ফের উয়েফা নেশন্‌স লিগের ফাইনালে জায়গা করে নিল তারা। ২০১৯ সালে প্রথমবার এই প্রতিযোগিতায় ট্রফি জিতে নিয়েছিল ইউরোপের এই দেশটি। এবার ২০২৫ সালের আসরে তারা পৌঁছে গেল শিরোপার লড়াইয়ে। বুধবার রাতে এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল জার্মানিকে। ম্যাচের নায়ক একবারেই স্পষ্ট চল্লিশ বছরের অভিজ্ঞতায় আজও দলকে জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার গোলেই নিশ্চিত হল পর্তুগালের ফাইনাল টিকিট।

এই ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল আগেই। কারণ দুই শক্তিশালী দলের লড়াই মানেই বাড়তি আবেগ। লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে উপচে পড়া গ্যালারিতে সমর্থকদের গর্জন জানান দিচ্ছিল, একটা বড় কিছু হতে চলেছে। আর ঠিক সেটাই হল। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল ও জার্মানি দু’দলই দ্রুতগতির ফুটবল খেলতে শুরু করে। মাঝমাঠের লড়াই থেকে শুরু করে দুই প্রান্তে দ্রুত পাসিং, দু’পক্ষই প্রথমার্ধে গোলের খোঁজে একাধিকবার চেষ্টা করে। ২১ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্ডেজের পাস থেকে ডান দিক দিয়ে উঠে আসা বার্নার্দো সিলভা অসাধারণ এক ক্রসে বল বাড়ান বক্সে। ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অসাধারণ হেডে বল জালে জড়িয়ে দেন। সারা মাঠ তখন রোনাল্ডো ধ্বনিতে গর্জে ওঠে। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ১৩৫তম গোল করে রেকর্ড আরও এক ধাপ উপরে তুলে নেন তিনি। তবে গোল খাওয়ার পরেই আক্রমণে ঝাঁপায় জার্মানি। প্রথমার্ধের শেষ লগ্নে, ৪৩ মিনিটে কর্নার থেকে হেড করে গোল শোধ করেন কাই হাভার্টজ। স্কোরলাইন ১-১ তে দাঁড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ আরও তীব্র হয়। জার্মানি বেশি বল পজেশন রাখলেও, পর্তুগাল রক্ষণের দিক দিয়ে ছিল নিখুঁত। ম্যাচের ৭৮ মিনিটে আবারও আলো ছড়ান রোনাল্ডো। মাঝমাঠ থেকে রাফায়েল লেয়াওয়ের লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের এক নিখুঁত শটে গোল করে যান রোনাল্ডো। এই গোলেই ম্যাচ শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে পর্তুগাল।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, “রোনাল্ডোর মতো একজন লিজেন্ডের জন্যই এই জয় সম্ভব হয়েছে। ও শুধু একজন খেলোয়াড় নয়, একজন নেতা।” অপরদিকে হতাশ জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান বলেন, “আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। রোনাল্ডোর মতো খেলোয়াড় একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।” উল্লেখ্য, এবার ৯ জুন রটারড্যামে উয়েফা নেশন্‌স লিগের ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ইতালি। দ্বিতীয় সেমিফাইনালে ইতালি ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্সকে। আবারও একবার ইউরোপীয় ক্লাসিক লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL 2025 Winner RCB : আইপিএল জিতে ইতিহাস গড়ল আরসিবি, নায়ক সেই বিরাট 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন