



সুদে টাকা ধার নেওয়ার খেসারত দিতে হল কাটোয়ার ব্যক্তিকে
সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : বন্ধুর থেকে সুদে টাকা নিয়ে খোয়াতে হল হল পা। পূর্ব বর্ধমানের এই ঘটনার জেরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। আহত ব্যক্তির নাম রুদ্রভৈরব মুখোপাধ্যায়। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার শিবলুনে। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
পেশায় সরকারি কর্মী রুদ্রভৈরব বাবু, তাঁর বন্ধুর থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার সুদের ওপর নিয়েছিলেন বলে জানা যায়। আসল টাকা শোধ করে দিলেও সুদ বাবদ টাকা শোধ করতে পারেননি। অফিসের যে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ছিলেন, সেই বন্ধু প্রতিদিন তাঁকে সুদের টাকার জন্য চাপ দিচ্ছেন। হাসপাতালের বিছানায় শুয়ে রুদ্রভৈরব বাবু, বৃহস্পতিবার দু’জন মোটর আরোহী তাঁর পথ আটকান। তারপর কিছু খাইয়ে দেন তাঁরা।
এর বেশি আর কিছু জানেন না রুদ্রভৈরব বাবু। তাঁকে কেতুগ্রামের নিকটস্থ শিবলুন স্টেশনর কাছে থেকে উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধার করে রুদ্রভৈরব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা।
জানা যায় যে, আহত রুদ্রভৈরব বাবুকে রেল লাইনে বেঁধে রেখেছিল। প্রচণ্ড আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর একটি পা ট্রেনের ধাক্কায় ভীষণ জখম ছিল, ওই পা কাটা গেছে। অন্য আরেকটি পা মারাত্মকভাবে জখম।
ঘটনায় থানাতে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে উল্লেখ। আরও উল্লেখ, পুলিশ ও জি আর পি তদন্ত করছে।
