Sasraya News

Crime : গৃহকর্ত্রী খুন, ধৃত যুবক

Listen

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : গৃহকর্ত্রী খুন করার অপরাধে (Crime)  গ্রেফতার যুবক। মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে ১৯ বছরের ওই যুবককে। বাড়িতে চুরি করার সময় সেই বাড়িরই ৬৭ বছরের গৃহকর্ত্রীকে খুন করে কানহাইয়া কুমার। ওই যুবক বাড়িটিতে ১১ মার্চে কাজে নিযুক্ত হন ও ১২ মার্চ গৃহকর্ত্রীকে খুন করেন বলে পুলিশ সূত্রে খবর। মৃতার নাম জ্যোতি শাহ। বাড়ি দক্ষিণ মুম্বাইয়ের নেপইয়ানসি রোডে। অচৈতন্য অবস্থায় জ্যোতির স্বামী মুকেশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। অন্যদিকে, বিহারের দ্বারভাঙায় বাড়ি কানহাইয়া নামে ওই পরিচারকের। মৃত মহিলার স্বামী পুলিশকে জানান, ওই সময় কানহাইয়া জ্যোতির সঙ্গে ছিলেন। তার পরেই নিখোঁজ ছিলেন কানহাইয়া। তাঁর বিরুদ্ধে খুন, হিরে ও সোনা চুরির অভিযোগ। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Child Death : আগুনে পুড়ে মৃত্যু শিশুর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read