



বোর্ডের ছাড়পত্র মিলছে না দুই ক্রিকেটারের
সাশ্রয় নিউজ ★ ঢাকা : আইপিএল ২০২৩ -এ খেলার জন্য ছাড়পত্র মিলছে না দুই বাংলাদেশী ক্রিকেটারের। আসন্ন আইপিএল-এ খেলার জন্য শাকিব আল হাসান ও লিটন দাস’কে ছাড়পত্র বা এনওসি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনই খবর সূত্রের। বাংলাদেশ দলের আইরিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই ওই দুই ক্রিকেটারকে ছাড়তে নারাজ বলে বোর্ড প্রধান নাজমুল হাসান জানান। বোর্ডের এহেন সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আইপিএল নিলামের ক্ষেত্রে বাংলাদেশী ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞার খাড়া ঝুলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
