



দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২১০ দিনের ভেতর দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ হয় গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, ১,৮৯০ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি। করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ৬ জনের। গত ১ সপ্তাহে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৯ জনের।
