



দেশে কোভিড সংক্রমণ বাড়ছে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ। কোভিডে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের।

গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্তক যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে উল্লেখ, নতুন করে কোভিড আক্রমণের সংখ্যা ১ হাজার ৭১ জন। গত সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ৫০০০ হাজার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, কোভিড সংক্রমণের হার দক্ষিণ ভারতে সর্বাধিক। পূর্ব ও উত্তর ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে।

গুজরাটে গত এক সপ্তাহের তুলনায় সাড়ে তিনগুন সংক্রমণ বেড়েছে। এছাড়াও মহারাষ্ট্র ও কর্ণাটকেও সংক্রমণ বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্তক সূত্রে খবর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও খবর যে, পশ্চিমবঙ্গে গত রবিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর কোনও খবর নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে উল্লেখ, করোনা সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড রাজ্যে।
