



মহারাষ্ট্রে চোখ রাঙাচ্ছে করোনা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মহারাষ্ট্রে চোখ রাঙাচ্ছে করোনা। ক’য়েক দিন থেকেই বাড়ছে করোনা। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনা তথ্য যা বলছে, দেশে দৈনিক করোনা সংক্রমণের হার প্রায় তিন হজার। শুধু তাই নয়, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ছত্রিশ জন। মোট করোনা অ্যাক্টিভ ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। ২,০৬৯ জম সুস্থ্য হয়েছেন। দেশের করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বিভিন্ন রাজ্যর পাশাপাশি মহারাষ্ট্র-এর সাতারা জেলাতে প্রশাসনের পক্ষ থেকে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তেমনি শারীরিক দূরত্ববিধি বজায় রাখার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে। সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য সরকারি অফিস, ব্যাঙ্ক, কলেজ, জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সাতারা জেলা প্রশাসন।
ছবি : প্রতীকী
