Sasraya News

Thursday, June 19, 2025

Covid : করোনা আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে

Listen

করোনা আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে

সাশ্রয় নিউজ ★ জয়পুর : করোনা আক্রান্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। দুই নেতাই ট্যুইটার হ্যাণ্ডেলে কোভিড আক্রান্ত হওয়ার কথা জনান । গেহলেট, জনগণের উদ্দেশ্যে কোভিড সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। সেই সঙ্গে এও জানান, তাঁর উপসর্গ খুব হালকা। চিকিৎসকদের পরামর্শ মতো তিনি ক’য়েকদিন বাড়িতে থেকেই পুনরায় কাজে ফিরবেন। অন্যদিকে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীও নিজের ট্যুইটার হ্যাণ্ডেলে তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর দেন। রাজে এও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিভৃতবাসে যাচ্ছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment