



সাশ্রয় নিউজ ★ তুফানগঞ্জ : এএসআই জগদীশ ঘোষ (ASI Jagadish Ghosh) নামে এক পুলিশ আধিকারিককে ক্লোজ করল কোচবিহার পুলিশ। কী হয়েছিল? বিশেষ সুত্রের খবর ৯ মে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একটি সালিশি সভা বসে। ওই সালিশি সভায় তৃণমূলের স্থানীয় নেতা জাহাঙ্গীর আলির বিরুদ্ধে মমতাজ খাতুন নামে এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। নাটাগুড়ি ২ এর চাড়ালজানির বাসিন্দা মতাজ খাতুন থানায় অভিযোগ দায়ের করতে গেলে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নেয়নি বলে উল্লেখ। পরে তুফানগঞ্জ ২ পঞ্চায়েত অফিসের সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানান মমতাজ। আত্মহত্যার হুমকিও দেন বলে সূত্রের খবর। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে থানায় তুলে নিয়ে যান। মহিলার অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার সময় তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষ চুলের মুঠি ধরে ভ্যানে তোলেন, এমনকী বুকেও ধাক্কা দেন। কোচবিহার পুলিশ ঘটনার পরে ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করে। পুলিশ সুপার দ্যুতিমান ভভট্টাচার্য জানান, “জগদীশ ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্তর্বিভাগীয় তদন্ত হবে।”
ছবি : সংগৃহীত
আরও খবর :
