



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে নির্বাচন কমিটি গড়ল ভারতের জাতীয় কংগ্রেস (Congress Election committee)। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
প্রদেশ কংগ্রেস সভাপতিকে নেতৃত্বে রেখে ওই কমিটিতে (Congress Election Committee) স্থান পেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খাঁন চৌধুরী, দীপা দাশমুন্সী, আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী, দেবপ্রসাদ রায়, শঙ্কর মাহাত, মায়া ঘোষ সহ মোট ২৮ জন কংগ্রেস নেতা। কংগ্রেসের চারটি শাখা সংগঠন- যেমন ছাত্র পরিষদ, সেবা দল, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতিরাও এই কমিটিতে স্থান পেয়েছেন। AICC -র সাধারণ সম্পাদক সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) তৃণমূল কংগ্রেসের (Tmc) সঙ্গে কংগ্রেসের নির্বাচনী জোট বিশবাঁও জলে, তা স্পষ্ট দুই দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য থেকে। সেখান থেকে আসন্ন নির্বাচনে কংগ্রেস ও বামেদের জোট (Left-congress) প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটি বড় অংশ। তবে সূত্রের খবর, দুই রাজনৈতিক দলের ভেতর থেকে কেউ-ই আসন সমঝোতা ও নির্বাচনী জোট নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
অন্যদিকে AICC-র ঘোষিত পশ্চিমবঙ্গে নির্বাচনী কমিটি আসন্ন লোকসভা ভোটে রাজ্যের ৪২ টি আসনে প্রার্থী বাছাই করবে। পাশাপাশি সেই কমিটি ঠিক করবে রাজ্যে দলের নির্বাচনী প্রচার সংক্রান্ত বিষয়গুলিও। -ফাইল চিত্র
আরও পড়ুন :
Sasraya News, February Issue / 1 : সাশ্রয় নিউজ, ফেব্রুয়ারি সংখ্যা /১
