Sasraya News

Congress Bihar sanitary pad scheme | ‘মহিলার সম্মান না ভোটের নিমন্ত্রণ’ বিহারে কংগ্রেসের স্যানিটারি প্যাড বিতরণ ঘিরে তুমুল বিতর্ক, ‘প্যাডম্যান’ রাহুলকে নিয়ে ঝড় রাজনীতিতে

Listen

সাশ্রয় নিউজ ★ পাটনা : বিহারে ভোটের ময়দানে এবার প্রবল গরম হাওয়া বইছে ‘প্যাড বিতরণ’ ইস্যুতে। কংগ্রেস (Congress) চলতি বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘোষণা করেছে, রাজ্যের পাঁচ লক্ষ মহিলার হাতে পৌঁছে দেওয়া হবে স্যানিটারি প্যাড। শুধু তা-ই নয়, সেই প্যাডের প্যাকেটে থাকবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি ও স্লোগান, ‘মা-বোনেদের সম্মান যোজনা’! এই উদ্যোগের কথা ঘোষণা করেছেন কংগ্রেসের বিহার প্রদেশ সভাপতি রাজেশ কুমার (Rajesh Kumar)। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আমরা বিহারের মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছি। পাঁচ লক্ষ দরিদ্র মহিলাকে স্যানিটারি প্যাড দেওয়া হবে। এগুলি প্রত্যেকের হাতে পৌঁছে দেবে কংগ্রেসের কর্মীরা।”

রাজনৈতিক কৌশলের এই অভিনব পন্থা ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়। বিজেপি (BJP) অভিযোগ তুলেছে, কংগ্রেস এই পদক্ষেপের আড়ালে আসলে ভোট লুটের কৌশল সাজাচ্ছে ও নারীদের অসম্মান করছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি (Pradeep Bhandari) বলেন, “স্যানিটারি প্যাডের গায়ে রাহুল গান্ধীর ছবি দেওয়া মানে কংগ্রেস নারীসমাজকে অপমান করছে। ওরা সবসময়ই নারীবিরোধী ছিল, এখনও তাই। বিহারের মা-বোনেরা এবারে ওদের যোগ্য জবাব দেবেন।”

এদিকে কংগ্রেসের দাবি, এই প্রকল্পটি পুরোপুরি মহিলা স্বাস্থ্যের উন্নয়ন ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে। রাজেশ কুমার বলেন, “যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা নারীর শরীর ও প্রয়োজনের প্রতি অশিক্ষিত মনোভাব রাখেন। আমরা চাই, স্যানিটারি স্বাস্থ্য নিয়ে মহিলারা খোলাখুলি আলোচনা করুন এবং প্রয়োজনীয় জিনিস হাতে পান।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিহারে কংগ্রেসের এই ‘স্যানিটারি কৌশল’ আসলে মহিলা ভোটব্যাঙ্কে দখল নেওয়ার চেষ্টা। সস্তা দামে, এমনকি বিনামূল্যে, প্যাড বিতরণের মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মহিলাদের কাছে পৌঁছনোই মূল লক্ষ্য। তবে বিতর্ক এড়িয়ে নয়, আলোচনার কেন্দ্রে থেকেই ভোট বৈতরণী পার করতে চাইছে কংগ্রেস।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলাদের অধিকার এবং সুরক্ষা নিয়ে বারবার সরব হয়েছেন। ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) হোক বা নির্বাচনী মঞ্চ, মহিলা শিক্ষার ওপর বারবার গুরুত্ব দিয়েছেন তিনি। এবারে সেই বার্তাই আরও সরাসরি আকারে পৌঁছে যাচ্ছে মহিলাদের ঘরে ঘরে। এদিকে, কংগ্রেস জানিয়েছে, শুধু প্যাড নয়, ‘মা-বোনেদের সম্মান যোজনা’ প্রকল্পের আওতায় আর্থিকভাবেও সাহায্য করবে দল। নির্বাচনে জিতলে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে দরিদ্র মহিলাদের হাতে। সেই প্রতিশ্রুতি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের মতে, এই আর্থিক প্রণোদনা আসলে একপ্রকার ভোট কিনে নেওয়ার চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ এক অভিনব মোড়। যেখানে সামাজিক সচেতনতা আর নির্বাচনী স্ট্র্যাটেজি একসঙ্গে মিশে যাচ্ছে। একদিকে স্বাস্থ্যবোধ ও নারীর মর্যাদা, অন্যদিকে ভরসার প্রতিমূর্তি হিসেবে রাহুল গান্ধীর ছবি, এই দ্বৈত বার্তাই বিহারের মাঠে কংগ্রেসের চাল। এই কৌশল কতটা কার্যকর হয়, তা বলবে সময়। বিহারের মহিলারা রাহুল গান্ধীর ‘প্যাডম্যান’ অবতারকে সম্মান জানাবেন, নাকি এই উদ্যোগকে নির্বাচনী নাটক বলে খারিজ করবেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Patoler Dolma Recipe | নতুন স্বাদে পটলের দোলমা, মাছের ডিমের জাদুতে জমে উঠুক বর্ষার খাওয়া

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read