Sasraya News

Friday, March 28, 2025

CM Mamata Banerjee attack PM Narendra Modi : মোদীকে মমতার তোপ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্যে শেষ দফার ভোট প্রচারে নরেন্দ্র মোদী মঙ্গলবার দলীয় জনসভায় বক্তৃতা করেছেন। তাঁর বক্তব্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন বিদ্ধ। তেমনি তিনি বাম-কংগ্রেস সহ I.N.D.I.A. জোটেরও সমালোচনা করেন বলে উল্লেখ। উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের জনসভায় প্রধানমন্ত্রী মঙ্গলবার তাঁর বক্তব্যের ভেতর দিয়ে আশা প্রকাশ করেন, ‘বাংলায় সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee attack PM Narendra Modi) পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্পর্কে বিরোধীদের আক্রমণ করেন মমতা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীকে হয়ত আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বেহালার জনসভা থেকে বলেন, ‘এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদীকে হয়ত আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী।’

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Travelog : মুরুগুমা পাহাড়ের এক রাত্তির 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment