Sasraya News

Friday, March 28, 2025

CM Mamata Banerjee : স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : স্পেন সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুবাই পৌঁছবেন। দুবাই থেকে পৌঁছবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। সেখানে তিনি বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। বার্সেলোনা পৌছবেন মাদ্রিদ থেকে ট্রেন যাত্রা করে। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা হবে বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। দুবাইতে দেঢ় দিন থাকবেন। যোগ দেবেন শিল্প বৈঠকেও। মোট এগারো দিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর। তাঁর সফর সঙ্গী রাজ্যের মুখ্যসচিব। তিনি ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment