Sasraya News

Friday, March 28, 2025

CM Mamata Banerjee : দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ দুবাই : এগারো দিনের স্পন ট্যুর শেষে বৃহস্পতিবার ভোরে দুবাই ফিরে আসেন মুখ্যমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা। রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেন লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টরের Urban। মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে সেই মিটিংয়ের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ, লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর, আশরাফ আলিমার সঙ্গে বৈঠক হল। বাংলার বাণিজ্যিক উন্নতির জন্য এই বৈঠক অন্তত আশাব্যঞ্জক। নিউটাউনে বিশ্বমানের শপিং মল-সহ একঝাঁক দুরন্ত উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। লুলু-র রিটেল আউটলেটে বিশ্ববাংলার পণ্যগুলি রেখে তামাম বিশ্বে সেগুলির প্রচারের কথাও এদিন আলোচনা হয়। এছাড়াও মৎস্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণের মতো শিল্পেও বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে লুলু গ্রুপ। তাদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ নিমন্ত্রণ করতে পেরে নিজেকে সফল বলে মনে হচ্ছে। সেখানেই আমরা যৌথ উদ্যোগ এবং যুগ্ন উন্নয়নের দিশা নির্ণয় করতে পারব।’ মুখ্যমন্ত্রীর এই পোস্টেই স্পষ্ট বোঝা যায়, কতটা উচ্ছ্বসিত তিনি! প্রসঙ্গত, ১১ দিনের স্পেন সফরে গিয়ে তিনদিন থাকেন বার্সেলোনায়। সেখানে প্রবাসীদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য প্রবাসীদের কাছে আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের বাইরে থাকলেও যেন এই প্রতিষ্ঠা দিবস পালন করো। যেখানেই কাজ কর, জন্মভূমির কথা ভুলো না। ফিরতে চাইলে স্বাগত।’ মঙ্গলবার শিল্প সম্মেলন যোগ দেন। সেখান থেকেই দুবাই যান মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। দুবাই বন্দর ঘুরে দেখেন মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী ও তাঁর নেতৃত্বাধীন একটি দল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment