



‘দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে’ বললেন মুখ্যমন্ত্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের দরিদ্র মানুষের আবাস সমস্যা দূরীকরণে শিল্পপতিদের এগিয়ে আসার জন্য বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না। পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। শিল্পপতিদের কাছে আমার অনুরোধ দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন’।
-ফাইল চিত্র
