



পিনাকী চৌধুরী ★ কলকাতা : সেটা ছিল দূরদর্শনের স্বর্ণালী যুগ। আর দূরদর্শনের বিশিষ্ট সংবাদপাঠিকাদের মধ্যে অন্যতম একটি নাম হল ছন্দা সেন (Chhanda Sen)। বস্তুতঃ অতীতের একসময় তাঁর অসাধারণ উপস্থাপনায় সংবাদ পাঠ যেন আপামর দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করত। আসলে সংবাদের খুঁটিনাটি বিষয় তিনি জানতেন এবং কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়, সেবিষয়েও তিনি অবগত ছিলেন। ১৯৭৪ সালে ছন্দা সেন আকাশবাণীতে যোগদান করেন এবং তার ঠিক পরের বছর ১৯৭৫ সালের ১১ আগষ্ট থেকে তিনি দূরদর্শনের নিয়মিত সংবাদ পাঠিকা হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। বেশ কিছুদিন ধরেই ছন্দা সেন অসুস্থ ছিলেন। এস এস কে এম হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ২.৩০ মিনিটে তিনি এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রেখে গেলেন তাঁর স্বামী, কন্যাকে। বৃহস্পতিবার ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে ছন্দা সেনের মরদেহ নিয়ে আসা হবে আকাশবাণীতে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 8th September 2024, Issue 32 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৪ | সংখ্যা : ৩২
