



বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : ব্যবসা কেবল পুঁজি ও লাভের অঙ্ক নয়, জীবনদর্শনও বটে। প্রাচীন অর্থনীতি ও চার্ণক্য (Chanakya) এখনও সেই শিক্ষা দিয়ে যান, যেখানে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে ধরা হয় শৃঙ্খলা, দূরদর্শিতা এবং সহায়কের ভূমিকা। তাঁর অর্থশাস্ত্রে বারবার উঠে এসেছে কেবল ব্যবসার প্রযুক্তিগত দিক নয়। একজন ব্যবসায়ীর পারিপার্শ্বিক সম্পর্ক, বিশেষ করে জীবনসঙ্গিনীর ভূমিকার কথাও। চার্ণক্যের মতে, একটি সফল ব্যবসার ভিত গড়ে ওঠে সুসংহত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পরিচালনায়। তিনি বলেন, ব্যবসায়ীকে হতে হবে ধৈর্যশীল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ও সর্বদা ভবিষ্যতের প্রতি সতর্ক। একই সঙ্গে তিনি বারবার উল্লেখ করেন, ব্যবসায়ী যেন নিজের চারপাশে এমন মানুষ রাখেন, যারা চিন্তা ও কর্মকৌশলকে সমর্থন করে। এমনকী তাঁদের মধ্যে প্রথমেই যার নাম আসে, সে হল জীবনসঙ্গিনী।
এ প্রসঙ্গে রিনির (Rini) জীবনচর্চা ও মতাদর্শ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রিনি ছিলেন এক আধুনিক মননের নারী, তিনি মনে করতেন একজন ব্যবসায়ীর সাফল্যের পেছনে কেবল কর্মক্ষেত্রের কৌশলই নয়, ঘরের শান্তি ও বোঝাপড়াও বড় ভূমিকা রাখে। তাঁর মতে, জীবনসঙ্গিনীকে হতে হবে এমন, যিনি শুধু ভালবাসা বা স্নেহ নয়, প্রয়োজনে কঠিন সিদ্ধান্তের সময়েও যুক্তির জায়গা থেকেও স্বামীর সঙ্গী হতে পারেন। তিনি বিশ্বাস করতেন, “সত্যিকারের সঙ্গী সেই, যিনি অভিমানের চেয়ে সমস্যা সমাধানে বেশি আগ্রহী।”
রিনি কখনও সরাসরি ব্যবসার দায়িত্বে ছিলেন না, কিন্তু তাঁর সহমর্মিতা। আর্থিক বিষয়ে সচেতনতা ও জীবনের ছোট ছোট সিদ্ধান্তে যুক্ত থাকার প্রবণতা বহুবার স্বামীকে বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে। তাঁর দৃষ্টিভঙ্গিতে জীবনসঙ্গিনী হলেন একাধিক ভূমিকার সমন্বয়। একদিকে তিনি ভালবাসার আশ্রয়, আবার অন্যদিকে কঠিন সময়ে একজন প্রাজ্ঞ পরামর্শদাতা। এই কথাগুলিই মিলেমিশে যায় চার্ণক্যের দর্শনের সঙ্গে। তিনি বলেছিলেন, “সেই নারীই প্রকৃত পত্নী, যিনি স্বামীর দুঃখে কাঁদেন, বিপদে সাহস জোগান এবং যখন প্রয়োজন, তখন কঠিন সত্য উচ্চারণ করতে পিছপা হন না।” তাঁর মতে, একজন সফল ব্যবসায়ীর স্ত্রী কখনও শুধুই সৌন্দর্যের প্রতীক নন, বরং তাৎক্ষণিক সিদ্ধান্তের কৌশলী সহযোগী। আজকের আধুনিক ব্যবসা জগতে এই দৃষ্টিভঙ্গির মূল্য আরও বেড়েছে। দ্রুত বদলে যাওয়া বাজার, অতিরিক্ত প্রতিযোগিতা, আর্থিক চাপে ভাঙতে বসা সম্পর্কের ভিত, এসবের মধ্যে যদি জীবনসঙ্গিনী হয়ে ওঠেন মনস্তাত্ত্বিক ও কৌশলগত শক্তি, তবে ব্যবসায়ী তার সাফল্যের পথ আরও সহজে খুঁজে পান।
আরও পড়ুন : Astrology : আপনিই কোটিপতি হতে যাচ্ছেন না তো? মিলিয়ে নিন…
ব্যবসা মানে শুধু লাভের খাতা নয়, জীবন পরিচালনার এক বড় দর্শন। সেই দর্শনে চার্ণক্য যেমন বলেছিলেন সতর্ক ও দূরদর্শী হওয়ার কথা, তেমনই আজকের রিনির মত নারীরা দেখাচ্ছেন, কীভাবে এক জন ব্যবসায়ীর পাশে থেকে তাঁকে প্রতিদিনের যুদ্ধে জয়ী করে তোলা যায়। স্ত্রীর অনুপ্রেরণা, সহযোগিতা ও গভীর জীবনবোধ এক ব্যবসায়ীকে করে তুলতে পারে শতধা শক্তিশালী। আর এটাই আধুনিকতার ভেতরেও প্রাচীন এক বুদ্ধির সজীব প্রতিধ্বনি।
ছবি: সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : Rinku-Priya Love story : রিঙ্কু-প্রিয়ার প্রেমকাহিনি, ক্রিকেট মাঠ থেকে সংসদের অন্দরমহল
