Sasraya News

Thursday, February 13, 2025

CBI Notice to Saukat Molla : সিবিআই ডাকে গেলেন না সওকত মোল্লা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কয়লা দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শওকত মোল্লাকে (CBI Notice to Saukat Molla) এদিনই হাজিরার নির্দেশ দেয় সিবিআই (CBI)। যদিও নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে যেতে পারবেন না বলে সংবাদ মাধ্যমে জানান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সওকত মোল্লা (Saukat Molla) এ-ও জানান, ৪ তারিখের পরে ডাকলে তিনি যাবেন বলে উল্লেখ।  তবে সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে সওকাত মোল্লার লিখিত কোনও মন্তব্য পাওয়া যায়নি। যদি পাওয়া যায়, তখন তাঁরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। -ফাইল চিত্র

 

সওকত মোল্লাকে সিবিআই নোটিশ সম্পর্কে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এখানকার সবচেয়ে বড় মাফিয়া, তোলাবাজ, গুন্ডা, খুনি সওকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে আবার। তিনি জানিয়েছেন, ভোটের কাজে নাকি ব্যস্ত। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার ভাঁটায় সরবরাহ করে সওকত মোল্লা। তাই সিবিআই-এর উচিত, ও যেখানেই থাকুক, ভাইপো বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে গারদে পোরা।” 

ছবি : সংগৃহীত 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment