



শান্তিপ্রসাদকে জেরা করার অনুমতি চেয়ে আগামীকাল আদালতে আবেদন সিবিআই-এর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দূর্নীতি মামলার শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার অনুমতি চেয়ে আগামীকাল আদালতে আবেদন সিবিআই-এর৷ সিবিআই সূত্রে খবর যে, তাঁদের হাতে নতুন বহু তথ্য। সেই তথ্যের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে অন্য কয়েকজনের সঙ্গে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা। সিবিআই বিশেষ সূত্রে খবর, শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আগামীকাল আদালতের দ্বারস্থ হাওয়ার কথা সিবিআইয়ের।
-প্রতীকী ছবি
