Sasraya News

Cattle Smugling : হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

Listen

হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-এর হেফাজতে আছেন অনুব্রত মণ্ডল। ওই মামলায় তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ সোমবার তাঁকে ইডি আধিকারিকরা হাজিরা দিতে বললেও তিনি সেই হাজিরা এডিয়ে যান বলে বিশেষ সূত্রে খবর। অন্যদিকে ইডি বিশেষ সূত্রে খবর, আজই সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যা সহ লাভপুর কলেজের শিক্ষাকর্মী তথা অনুব্রতর বাড়ির রাঁধুনি বিজয় রজক ও তৃণমূল কংগ্রেসের ছাত্রপরিষদ-এর নেতা কৃপাময় ঘোষকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read