



কলকাতা মেডিক্যাল কলেজের কর্মীদের ভেতর ম্যালেরিয়া ও ডেঙ্গী হানা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হানা ম্যালেরিয়া ও ডেঙ্গীর। সূত্রের খবর, হাসপাতালের কর্মীদের আবাসনে মোট ২০ জন কেউ ম্যালেরিয়া ও কেউ কেউ ডেঙ্গীতে আক্রান্ত। ক’য়েকজন আক্রান্ত ভর্তি ট্রপিক্যাল মেডিসিনে বলে উল্লেখ। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেলেও চারজন ডাক্তারী পড়ুয়া আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে খবর। সরকারি তথ্য অনুযায়ী এই রাজ্যে ডেঙ্গী আক্রান্ত হয়েছেন ২১ হাজার। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর পরিবারের মানুষ জানান, ‘পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। হাসপাতাল চত্বরে লক্ষ্য করলে দেখবেন নোংরা পড়ে আছে। এক্ষেত্রে আমরা যাঁরা চিকিৎসা নিতে আসি বা রোগী নিয়ে এসেছি, তাঁদেরও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন থাকা বাঞ্ছনীয়।’
-ফাইল চিত্র
