



‘ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন’ : হাইকোর্ট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন’ এমনি নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার রায়ে হাইকোর্ট-এ প্রধান বিচারপতি-এর ডিভিশন বেঞ্চ জানান, ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই’। এই রায়ের পরে, এখন রাজ্যে ত্রিস্তর পপঞ্চায়েত নির্বাচন নিয়ে আর কোনও জটিলতা রইল না বলে রাজ্যের আইনজ্ঞ মহল মনে করছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিজ্ঞপ্তি জারি হওয়ার সর্বোচ্চ ৪৫ দিনের ভেতর নির্বাচন সম্পন্ন হতে হবে। সেক্ষেত্রে রাজ্যে যদি এপ্রিল মাসের শেষের দিকে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তবে মে মাসের শেষ নাগাদ সম্পন্ন করতে হবে নির্বাচন, মনে করছেন বিশেষজ্ঞ মহল।
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় ঝুলে ছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ে সেই জটিলতা কেটে গেল বলে মনে করেন রাজ্যের আইনজীবী মহল।
