Sasraya News

Saturday, February 8, 2025

Calcutta High Court : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তে হতাশা প্রকাশ করল হাইকোর্ট

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ইডি-র (ED) প্রতি অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের প্রতি হতাশা ও অসন্তোষ সামনে আসে বিচারককের পর্যবেক্ষণে। বিচারক ইডির তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলেন। বিচারকের পর্যবেক্ষণ, ”যে গতিতে তদন্ত হচ্ছে, তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, কিছুই আর পাবে না ইডি।” অন্যদিকে, ইডির অভিযোগ, ”প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা চলছে।” বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) হাইকোর্টের পর্যবেক্ষণের সুরে সুর মিলিয়ে বলেন, ”সাধারণ মানুষ এটা আশঙ্কা করছেন এবং বিরোধী দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরাও এটা আশঙ্কা করছি। কে প্রতিহিংসার তত্ত্ব বলছেন, কে এটা নিয়ে বিরোধিতা করছেন, কে প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ করছেন এগুলিকে সমস্ত দূরে সরিয়ে রেখে এই কণ্টকাকীর্ণ পথেই  ইডিকে, সিবিআইকে তদন্তের গতি আরও বাড়াতে হবে। এটাই রাজ্যের মানুষ চাইছেন এবং বিরোধী দল হিসেবে এটাই আমাদের একমাত্র চাওয়া।” -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment