পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলার শুনানি সমাপ্ত
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলার শুনানি সমাপ্ত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান চলতি মাসের শেষ নাগাদ করতে পারেন বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনস্বার্থে মামলাটি করেছিলেন। আসন পুনর্বিন্যাস, ওবিসি জনসংখ্যা গণণা ও নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে শুভেন্দু অধিকারী মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। মামলাটির শুনানি সমাপ্ত হয়েছে। রাজ্যের আইনজীবী মহল মনে করছে খুব দ্রুতই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির রায় দেবেন।




