



নিশীথ প্রামাণিক-এর কনভয়ে হামলা : প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল মামলা
সাশ্রয় নিউজ ★কলকাতা : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর কনভয়ে হামলার ঘটনায় পুলিশ বিজেপির দলীয় কর্মীদের বিরুদ্ধেই মামলা করেছে। হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ২৩ জন সমর্থক। বিজেপি-এর আইনজীবীর কাছে বিচারক জানতে চান, ‘নিশীথ প্রামাণিকের মামলা তো ডিভিশন বেঞ্চে আছে, সেখানে আবেদন না করে এখানে কেন?’ বিচারপতির প্রশ্নের উত্তর আইনজীবী বলেন, ‘পুলিশ অতিসক্রিয় হয়ে এই কর্মীদের হেনস্থা করছে, বিভিন্ন অভিযোগে মামলা করছে।’ উল্লেখ্য, বিচারপতি রাজশেখর মান্থা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি মূল মামলার সঙ্গে জুড়ে দেওয়ার আবেদন জানানোর নির্দেশ জানান বিচারপতি। সেইসঙ্গে তিনি এও জানান, ‘এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
