Sasraya News

Calcutta High Court : আদালতে সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়-এর

Listen

আদালতে সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়-এর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়-এর। আজ আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য-এর সম্পর্কে সিবিআই রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘এত ভুরিভুরি অভিযোগ আসছে এবং আদালতের কাছে এত তথ্য প্রমাণ আছে ২০১৬-এর নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়া যায়। কিন্তু সেটা করলে বৈধভাবে চাকরি পাওয়া বহু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারেন।’ বিচারপতি এ প্রসঙ্গে আরও বলেন, ‘একজনও বৈধ প্রার্থী ক্ষতিগ্রস্ত হলে আমার ভাল লাগবে না।’ সিবিআই যে রিপোর্ট পেশ করেন আদালতের কাছে, ‘২০১২-এর টেটের জন্য টেণ্ডার ডাকা হয়েছিল। সেখানে বরাত পায় এস বসু রায় অ্যাণ্ড কোম্পানি। ভাল কাজ করায় এবং অন্য কেউ টেণ্ডার না জমা দেওয়ায় ওই সংস্থাকেই কাজের বরাত দেওয়া হয়।’ সিবিআইয়ের রিপোর্ট দেখে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এটা কোনও জিজ্ঞাসাবাদ হয়েছে? এর থেকে তো আমি ভালো জিজ্ঞাসাবাদ করি। হাইকোর্টের অনেক আইনজীবীও এর থেকে ভাল জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত শেষ করতে হবে তো? এটা কোনও জিজ্ঞাসাবাদ? ছিঃ ছিঃ ছিঃ!’ মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘দুর্নীতির সমুদ্রে আপনারা সাহায্য করার পরেও আমি হাবুডুবু খাচ্ছি। সিবিআই তো কিছুই করছে না। তারা তো জানেও না পিছনের দরজা দিয়ে কোন কাজ হয়েছে। এই সরকারের শিক্ষা দফতর কী করে এই দুর্নীতি দেখেও তাদের চোখ বন্ধ করে রাখল, সেটা ভেবে আমি বিস্মিত। শিক্ষা দফতরের কেউ কেউ হয়ত হাতে হাত রেখে এই দুর্নীতি করেছিলেন।’ অনুদিকে ২০১৬ -এর প্যানেলে নাম ছিল ৪২,৫০০ জনের। তাঁদের নাম থাকবে না বাতিল হবে তা আদালতের সব পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত, সূত্রের খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read