Sasraya News

Saturday, February 8, 2025

Buddhadeb Bhatacharjee : ‘ক্ষমতার শীর্ষে থেকেও কীভাবে সৎ থাকা যায়, বুদ্ধমামা তার জ্বলন্ত দৃষ্টান্ত ‘: ঊষসী চক্রবর্তী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhatacharjee) সঙ্গে নিজের পরিবারের কথা ভাগ করে নিলেন ঊষসী চক্রবর্তী। অভিনেত্রী একদা সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। আর তাঁর পরিবারের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য -এর হৃদ্যতা নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটাল -এ লিখেছেন। সেখানে ঊষসী লেখেন, “আমার সিদ্ধান্ত নেওয়ার শক্তিকে বাড়াতে সাহায্য করেছিলেন এই বুদ্ধমামাই। আমার বাবাও জানতেন মেয়ে যদি আমার কথা নাও শোনে, বুদ্ধদেব ভট্টাচার্যর কথা শুনবেই। বাবার মতের সঙ্গে আমার মতের মিল হত না অনেক সময়ই। বাবার সঙ্গে ঝগড়া হলেও বুদ্ধমামার কাছেই যেতাম। বাবা-মেয়ের ঝগড়াও মেটাতেন বুদ্ধমামাই।” উষসী লেখেন, ”আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি ছোটবেলা থেকেই ‘মামা’ সম্বোধন করি। বিমান বসু, বুদ্ধমামা, আমার বাবা (শ্যামল চক্রবর্তী)–এই গোটা প্রজন্মটাই পশ্চিমবঙ্গের স্বচ্ছ ও সৎ রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে। বিষয়টা আমার অত্যন্ত কাছ থেকে দেখা। Incorruptible বলে ইংরেজিতে একটা কথা আছে। এটা এখনকার দিনে হয়তো হয় না। কিন্তু আমি আমার জীবনে এমন মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। বাড়িতে বাবা তাই ছিলেন। বুদ্ধমামার ক্ষেত্রেও আমি এই কথাটাই বলতে চাইব। ক্ষমতার শীর্ষে থেকেও কীভাবে সৎ থাকা যায়, বুদ্ধমামা তার জ্বলন্ত দৃষ্টান্ত। সেই স্বচ্ছতার রাজনীতির ঐতিহ্য যদি আমরা আমাদের দেশের রাজনীতিতে ফেরত পাই, তা হলে সেটাই হবে আমাদের ওঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য”। প্রসঙ্গত, প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিআই(এম) নেতা শ্যামল চক্রবর্তী’র কন্যা ঊষসী। টেলিভিশন ও চলচ্চিত্র জগতে জনপ্রিয় মুখ। বামেদের কর্মসূচিতেও মাঝেমধ্যে তাঁকে দেখা যায়। 

-ফাইল চিত্র 

আরও খবর : Buddhadeb Bhattacharya : শুক্রবার বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্য-এর শেষ যাত্রা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment