



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ডিসেম্বর মাসে কলকাতায় শো করবেন ব্রায়ান অ্যাডামস (Brayan Adams)। কানাডিয়ান সঙ্গীতশিল্পীর কলকাতায় এটিই প্রথম শো (Bryan Adams Kolkata Show)। তবে এটিই ব্রায়ানের প্রথম শো নয় ভারতে। এর আগেও তিনি ভারতে কনসার্ট করেছেন। এ বছরের ডিসেম্বরেই ব্রায়ান অ্যাডামসের ভারত সফর শুরু হবে কলকাতার কনসার্ট দিয়েই। এরপরে কানাডিয়ান সঙ্গীতশিল্পী কনসার্ট করবেন গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ শহরে। ১৬ আগষ্ট ব্রায়ান (Bryan Adams) ভারত সফরের শেষ শো করবেন বলেই উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : NEET PG : NEET PG -তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
