Sasraya News

Breaking News : আগামীকাল থেকে গ্রুপ-সি কাউন্সেলিং, আদালতে আবেদন খারিজ চাকরি হারানোদের

Listen

আগামীকাল থেকে গ্রুপ-সি কাউন্সেলিং, আদালতে আবেদন খারিজ চাকরি হারানোদের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গুপ-সি চাকরি হারানোদের আবেদন খারিজ করে দিল আদালত। এবার শূন্যপদে নিয়োগের জন্য আগামীকাল থেকে কাউন্সেলিং বলে উল্লেখ। উল্লেখ্য, চাকরি হারানোরা আদালতের দ্বারস্থ হন, পুনর্বহালের জন্যে। সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি। সুতরাং শূন্যপদগুলিতে নতুন যোগ্য প্রার্থী নিয়োগে আর কোনও বাধা রইল না বলে মনে করছেন শিক্ষিত মহল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read