



অয়নের কাছে উদ্ধার ২০১২ ও ২০১৪ টেট পরীক্ষার্থীদের নামের তালিকা।
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। প্রায় ৩৬ ঘন্টা তল্লাশী চালানোর পরে গ্রেফতার হন অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশী চালান ইডি আধিকারিকরা। শান্তনু ঘনিষ্ঠ ওই প্রোমোটারের অফিসে তল্লাশীতে বহু নথি উদ্ধার হয় বলে উল্লেখ। অয়নের কাছে উদ্ধার ২০১২ ও ২০১৪ টেট পরীক্ষার্থীদের নামের তালিকা। আজই অয়নকে আদালতে হাজির করার কথা। অয়নকে আদালতে হাজির করে নিতে পারে নিজেদের হেফাজতে।
