Sasraya News

Wednesday, April 23, 2025

Book review : কবি শোভা চন্দ -এর শাঁখের কাঁকনধ্বনি

Listen

ভালোবাসা সত্যি কি ভালোবাসা? নাকি মোহ? নাকি ক্ষণিকের আবেগ? কবি যেন একের পর এক লাইন দিয়ে প্রশ্ন করেছেন কবিতার মধ্যে। সমাজের প্রতিদিন কত কত সংবাদ কেনা বেচা হয়। মেয়েদের গোঙ্গানি কখনো কি বিক্রি হয় নাকি শোনা যায়? সে তো নিঃশব্দে থাকে! কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন এ টুকরো টুকরো অনুভব ঝরে পড়েছে যেন এক একটা ছোট গল্পের জাল বুনেছে। কবি শোভা চন্দ-এর বই নিয়ে লিখেছেন সোমা বিশ্বাস 

 

 

কবি শোভা চন্দ -এর শাঁখের কাঁকনধ্বনি

 

“মাকে প্রশ্ন করেছিলাম মা
মধ্যমা দিয়ে সিঁদুর পরে তর্জনী দিয়ে নয় কেন?
মা এক মুখ জোৎস্না হেসে মৃদু স্বরে উত্তর দিয়েছিলেন মধ্যমা আঙুল খুব শুভ,
এই আঙ্গুলে সিঁদুর পড়লে স্বামীর আয়ু
আরো -আরো দীর্ঘ হয়, বড় হও সব বুঝবে।” গ্রন্থের প্রথম কবিতাটি ‘সিঁদুর ও মা’ কবিতাটি প্রায় এভাবেই শুরু হয়েছে যেখানে খুব সুন্দর ভাবে উঠে এসেছে স্মৃতি কথায় মায়ের ছবি, মা তো শুধু ছবি নয় মা আশ্রয়। মায়ের স্নেহ স্পর্শ কখনও কি ভোলা যায়? তাই সব মায়েরাই বোধহয় অনুভবে বেঁচে থাকে। তেমনভাবে ‘সাড়ে আটাশ পদ’ কবিতায় অসাধারণ কিছু লাইন কবিতাটিকে খুব সমৃদ্ধ করেছে যেমন এই কবিতায় একটি জায়গায় কবি বলেছেন, “হঠাৎ ছেলেটির মনের কোনে ঘোর অমানিশা বরফ হয়ে যায় ভালোবাসা
কোল বদল করে ছিটিয়ে দেয় প্রণয় কলহ,
প্রহর কাটতে না কাটতেই মত্ত হয়ে ছোটে
রসালু কমলালেবুর স্বাদে
ভালোবাসার অকাল বার্ধক্য নামে
ধ্যাতলায়, ক্ষতবিক্ষত করে.. “। ভালোবাসা সত্যি কি ভালোবাসা? নাকি মোহ? নাকি ক্ষণিকের আবেগ? কবি যেন একের পর এক লাইন দিয়ে প্রশ্ন করেছেন কবিতার মধ্যে। সমাজের প্রতিদিন কত কত সংবাদ কেনা বেচা হয়। মেয়েদের গোঙ্গানি কখনো কি বিক্রি হয় নাকি শোনা যায়? সে তো নিঃশব্দে থাকে! কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে টুকরো টুকরো অনুভব ঝরে পড়েছে। যেন কবি এক একটা ছোট গল্পের জাল বুনেছেন। এইভাবে একের পর এক বেশ কিছু ভাললাগার কবিতা পাঠককেও বিভিন্ন অনুভবে ব্যক্ত করাবে কখনও সেটা দুঃখ,  কখনও সুখ, কখনও স্মৃতি, কখনও মোহ, কখনও বা রাজনৈতিক গুরুগম্ভীর চিত্র কিছু কবিতার মধ্যে ধরা পড়েছে। এ যেন সমাজের টুকরো প্রতিচ্ছবি। ভালোলাগার আরও ক’য়েকটি কবিতা” জেঁকো সজনে গাছেরা যখন অরণ্যের মধ্যেমনি’, এক টুকরো পোড়া রুটি, বৃদ্ধাশ্রম ,কচু শাক, সীতা মা, জন্মকাল, মৃত্যু উপত্যকা, জীবনের মুখাগ্নি, পৃথিবী ভিজে যাচ্ছে রক্তে, চিঠি ইত্যাদি কবিতাগুলি আশা করি পাঠক হৃদয়কে জয় করবে। শেষের দিকে আরও কিছু কবিতা সুন্দর আরাধনার চিহ্ন রেখে যায় বা আলোর কথা ভাবে অনেক হতাশার মধ্যেও। যেমন ‘বিবর’ কবিতাটি, কবি যেখানে এক নিমিষে বলেন-
“অরণ্য চোয়ানো মিহি জ্যোৎস্নায়
তোমাকে দেখতে চাই। …
প্রগাঢ় ভালোবাসা নিয়ে দু’জনের দিকে
চেয়ে থাকে রোদ মাখা উৎসুক দিগন্ত।
ভরাট হবে জীবনের যন্ত্রণার বিবর।” বইটির
সুন্দর ভূমিকা লিখেছেন কবি ও প্রাবন্ধিক সুনীল মাজি। প্রচ্ছদ এঁকেছেন সৃষ্টি চন্দ, সুন্দর ছিমছাম বইটি অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত। দাম মাত্র ১২০ টাকা। আশা করি বইটি পাঠক মহলে সমাদর পাবে। 🍂

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st December 2024 | Issue 41 || সাশ্রয় নিউজ | রবিবারের সাহিত্য স্পেশাল | ১ ডিসেম্বর ২০২৪ | সংখ্যা ৪১

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment