



সাশ্রয় নিউজ: নদীয়া: নদীয়া জেলার আড়ংঘাটা দত্তফুলিয়ার যুব গোষ্ঠীর ক্লাবে অনুষ্ঠিত হলো নদীয়া জেলার কবি ও সাহিত্যিকের পরিচয় নামক বই। উক্ত বইটি শুভ উদ্বোধন করা হলো “বাঙালি লেখক সংসদ” কর্তৃক। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম বাঙালি শিক্ষক কবি ও সাহিত্যিক ডক্টর স্বপন কুমার নাথ সহ নদিয়া জেলার বিশিষ্ট কবি ও লেখকেরা।
বইটির সম্পাদক কবি উপন্যাসিক মাননীয় শংকর হালদার শৈলবালা ও সভাপতি কবি দীপঙ্কর পোড়েল । উপস্থিত কবি ও লেখকদের স্মৃতি-সম্মান ২০২৪ পুরস্কারে ভূষিত করা হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন পালক সংযোজিত হলো কবি কৃত্তিবাস ওঝা ধন্য মাটিতে ।
এই বইটি পরবর্তী উত্তরসূরিদের সাহিত্যালোকে এক নবজাগরণ বলেই উল্লেখ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডক্টর স্বপন কুমার নাথ । এরপর কবিতা আবৃত্তি সংগীত এবং সাহিত্য আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। অনুষ্ঠানের এ এক স্বর্ণালী মুহূর্ত বলেই অভিহিত।

1 thought on “BOOK OPENING: কবি সাহিত্যিকদের পরিচয় গ্রন্থ ! বাঙালি লেখক সংসদের নতুন প্রয়াস!”
নিউজটি সুন্দর হয়েছে কিন্তু নদীয়া জেলার কবি ও সাহিত্যিকদের পরিচয় নামক গ্রন্থের কোন ছবি দেওয়া হয়নি।