



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : চলন্ত বনগাঁ লোকালে (Bongaon Local) আগুন আতঙ্ক। শিয়ালদহ-বনগাঁ লোকালে ঘটনাটি ঘটে বিকেল নাগাদ। আগুন আতঙ্কের জন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সংহতি স্টেশনের আগে যাত্রীরা চালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এবং যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন বলে উল্লেখ। ব্যাহত হয় ট্রেন পরিষেবা। সূত্রের খবর, রেলের উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়। তাঁরা এসে ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, শিয়ালদহ-বনগাঁ আপ লোকালটি বেলা ৩:১৫ তে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর হাবড়া স্টেশনের পরে ও সংহতি স্টেশনে প্রবেশ করার পূর্বে যাত্রীরা ট্রেনের চাকা থেকে আগুন বেরতে দেখেন। সঙ্গে সঙ্গে যাত্রীরা চালকের দৃষ্টি আকর্ষণ করেন বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর, সন্ধে পর্যন্ত ট্রেনটি একই জায়গায় দাঁড়িয়ে। রেল সূত্রে খবর, যাত্রীদের কথা মাথায় রেখে একটি রুট দিয়েই আপ ও ডাউন লাইনের ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত রেলের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : FIR Against Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়-এর নামে ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় FIR
