Body Recovery : একই পরিবারের তিনজনের গলা পচা দেহ উদ্ধার

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : একই পরিবারের তিনজনের গলাপচা দেহ উদ্ধার করল পুলিশ। গড়িয়া স্টেশন  সংলগ্ন একটি আবাসন থেকে দেহগুলি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সূত্রে পুলিশ খবর পায়, একটি ফ্ল্যাট থেকে বিকট দুর্গন্ধ আসছে। আবাসনের লোকজনরা তাতে অতিষ্ঠ। ওই আবাসনে গিয়ে পুলিশ দেখে, তিনটি মৃতদেহ। এক দম্পতি ও তাঁদের বছর পঁয়ত্রিশ বা চল্লিশের সন্তান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাঁরা আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, “এক জন বয়স্ক মানুষ , তাঁর স্ত্রী এবং কমবয়সি ছেলে থাকতেন। আমার বাড়ি গঙ্গাসাগর। শনিবার আমি এখানে এসেছি। তখন থেকেই দরজাটা বন্ধ। গত পরশু থেকে গন্ধটা পাওয়া যাচ্ছে। উপরে যাওয়ার জন্য জুতো নিতে এসে গন্ধ পাই। মনে করেছিলাম, ইদুঁর মরেছে বোধ হয়। এত গন্ধ। তার পরে আমার মেয়েও বলছে কোথা থেকে গন্ধটা আসছে ! আমরা শনিবার থেকে এসেই ওঁদের দেখতে পাইনি।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন