



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কৃষ্ণনগর : টানা নির্বাচনী প্রচারে অসুস্থ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় (BJP Candidate of Krishnanagar Amrita Ray falls Sick)। রোদ গরমেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। রবিবার চিকিৎসকরা তাঁর কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করান বলে খবর। সেই সঙ্গে তাঁকে চিকিৎসকরা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে বিশ্রামের পরামর্শও দেন। অমৃতা দেবীর পুত্র মণীশচন্দ্র রায়-এর কথায়, “আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময় একটু ঠাণ্ডা গরম লাগে সকলেরই। ফলে খুব একটা চিন্তার কারণ নেই। চিকিৎসক দেখে বিশ্রাম নিতে বলেছেন। সেই মতই তিনি গোটা দিন বিশ্রাম নিচ্ছেন।” উল্লেখ্য যে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বাম-কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অমৃতা রায়। এই কেন্দ্রে পদ্ম ফোটানোর লক্ষ্যে মরিয়া বিজেপি। একইসঙ্গে আসরে বাম-কংগ্রেস জোটও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পুনরুদ্ধার করতে ময়দানে। তবে ২০১৯-এ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। লোকসভায় অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে লোকসভা থেকে বহিস্কৃত হন মহুয়া। তাঁর ওপরেই ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। -সংগৃহীত ছবি
আরও খবর : Indian student shot dead in car in Canada : কানাডায় গুলি করে ভারতীয় ছাত্রকে হত্যা
