



BJP : কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি
সাশ্রয় নিউজ ★ আসানসোল : কম্বলকাণ্ডে গ্রেফতার হলেন বিজিপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল দূর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের সন্নিকট থেকে তাঁকে গোয়েন্দা শাখা ও আসানসোল উত্তর থানায় পুলিশ গ্রেফতার করেছে।
বিশেষভাবে উল্লেখ্য যে, গত ডিসেম্বর মাসে আসানসোলে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে তিনজনের মৃত্যু হয় মৃত্যু হয়।ওই ঘটনায় মামলা দায়ের হয় বিজেপি নেতা তথা আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও তাঁর স্ত্রীর নামে।
ঘটনার পরে আদলতের দারস্থ হন জিতেন্দ্র তেওয়ারি। প্রথমে আসানসোল জেলা আদালত পরে কলকাতা হাইকোর্ট, এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্টে আগামী দু’দিনের ভেতর মামলার শুনানি ছিল বলে জিতেন্দ্রর পরিবার সুত্রে উল্লেখ। ওই মামলায় নাম রয়েছে তাঁর স্ত্রী-রও। পুলিশ এখনও তাঁকে গ্রেফতার করেননি।
ঘটনা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘তিনি ও শুভেন্দু অধিকারী-সহ কয়েকজন নেতা কম্বল বিতরণের নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন কয়েকজন মারা যান ও কয়েকজন আহত হন। ওই ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে উধাও হয়ে যান। এতে তাদের গ্রেফতার ও শাস্তি হওয়া উচিত। ‘ অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রীকে হেনস্থা করার জন্য বারবার এই কাজ করা হচ্ছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে একটি দুর্ঘটনা ঘটে। কয়েকজনের মৃত্যু হয়। এর জন্য আমরা দুঃখিত। কিন্তু যাদের প্রাণ যায় তাদের মধ্যে একটিমাত্র লোককে দিয়ে অভিযোগ করানো হয়। তার পরেই এই গ্রেফতার। যে মানুষটা দানের বস্ত্র নিতে এসেছিলেন তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে। ফলে এর পেছনে তৃণমূল রয়েছে। কয়েকদিন আগে রাত্রে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিস গিয়েছিল।’
