Sasraya News

Birth & Death : এখন থেকে জন্ম-মৃত্যু নিয়ন্ত্রণ করবে কেন্দ্র 

Listen

এখন থেকে জন্ম-মৃত্যু নিয়ন্ত্রণ করবে কেন্দ্র 

সাশ্রয় নিউজ : রাজ্যের হাতেই থাকে প্রতিদিনের জন্ম ও মৃত্যুর তথ্য। এবার থেকে রাজ্যে শুধু না কেন্দ্রের কাছেও থাকবে সে তথ্য – সংক্রান্ত নথি। কেন্দ্রীয় সরকার রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্টকে একত্রে-একটির সঙ্গে নিয়ে আসতে পারে সরকার। এক্ষেত্রে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন (বা রেজিস্ট্রেশন অব বার্থস অ্যাণ্ড ডেথস অ্যাক্ট) সংশোধন করার কথা জানানো হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে প্রস্তাবিত চিঠিতে এমন কথাই আছে বলে সুত্রের খবর। 

বিশেষসুত্রে পাওয়া খবরে স্পস্ট যে, NRC বা জাতীয় নাকরিক পঞ্জির সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস সংযুক্ত করে একটিতেই সমস্ত কিছুর তথ্য থাকবে। এবং এই তথ্য এখন শুধু দেশের প্রতিটি রাজ্যের হাতেই থাকবে না। কেন্দ্রের কাছেও থাকবে। এবং এই তথ্যগুলি রেজিস্ট্রার জেনারেল অব ইণ্ডিয়া নিয়ন্ত্রণে থাকবে। তেমনি তাঁরাই তথ্য আপডেট করবে। 

    কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক ভারতবর্ষের সর্বত্র যে এন আর সি-র বার্তা দিয়েছিলেন, সেই বার্তাই পুনঃবহাল হতে যাচ্ছে, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার আপডেটের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। অসমে NRC-এর পরে দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়েছিল সরকার। তারপর কোভিড পরিস্থিতিতে কিছুটা থমকে যায় সেই কাজ। 

    সুত্র মারফৎ, জানা যাচ্ছে যে, আগামী লোকসভার অধিবেশনে এই বিল পাশ হতে পারে।

 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read