Sasraya News

Thursday, June 19, 2025

Birbhum : বীরভূমে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বাম ছাত্র-যুবদের সঙ্গে পুলিশের বচসা

Listen

বীরভূমে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বাম ছাত্র-যুবদের সঙ্গে পুলিশের বচসা

সাশ্রয় নিউজ ★ সিউড়ি : জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে গতকাল বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীদের সঙ্গে বচসা বাধে। বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মঙ্গলবার বাম-ছাত্রযুবরা জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি রেখেছিলেন। জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম থেকে সংগঠনের কর্মী সমর্থকরা সিউড়িতে জমায়েত করে শহরে মিছিল করে ডেপুটেশন দিতে যান। পুলিশের ব্যারিকেড ভেঙে, পাঁচিল ডিঙিয়ে ছাত্র-যুব সংগঠনের কর্মীরা কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন বলে উল্লেখ। স্থানীয় সূত্রে খবর, পুলিশ ও বাম ছাত্র-যুবদের মধ্যে ধ্বস্তাধস্তিতে আহত হন দু’জন পুলিশকর্মী। শেষে অবশ্য ছাত্র-যুবরা ডেপুটেশন দেন জেলা শাসককে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment