Sasraya News

Friday, March 28, 2025

Birbhum : বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের আঘাত

Listen

বিজেপি নেতাকে ধারাল অস্ত্রের আঘাত

সাশ্রয় নিউজ ★ সিউড়ি : এক বিজেপি নেতাকে মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাত করার অভিযোগ দু’জন দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম সুজিত হালদার। বিজেপি সূত্রে দাবী করা হয়, আহত সুজিত বিজেপির হাঁসন ২-এর মণ্ডল সভাপতি। তাঁর বাড়ি নলহাটির ভদ্রপুরে। কী হয়েছিল? আহত সুজিতের পরিবার সূত্রে জানানো হয়, সোমবার বাইকে চেপে মোবাইল সারিয়ে বাড়ি ফিরছিলেন সুজিত। সেই সময় মাড়গ্রাম থানার তপন ও সুরফুলা গ্রামের মাঝামাঝি জায়গায় তাঁর পথ আটকে দাঁড়ান মুখে কাপড় বাঁধা চারজন দুষ্কৃতি। তারপর তাঁকে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত করা হয়। পরিবার সূত্রে আরও দাবী করা হয়, আহত বিজেপি-এর মণ্ডলসভাপতি হাসপাতালে যাওয়ার সময় পরিবার কে জানান, ওরা বলছিল, বিজেপির হয়ে খুব পোষ্ট করছিস। খুব বড় বিজেপির নেতা হয়েছিস।” উল্লেখ্য, ওই ব্যক্তিকে উদ্ধার করে পথচারীরা রামপুর হাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বলে উল্লেখ। বীরভূম-এর বিজেপি নেতৃত্ব দাবী করে, সুজিত হালদার পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন ও সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে পোস্ট করেন। সেই আক্রোশেই তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরে ফেলার চক্রান্ত করে। হাসপাতাল সূত্রে খবর, আহত ওই ব্যক্তির দেহে ধারাল অস্ত্রের আঘাত পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment