Sasraya News

Friday, March 28, 2025

Birbhum : জলমগ্ন ফেরিঘাট

Listen

জলমগ্ন ফেরিঘাট

সাশ্রয় নিউজ ★ সাঁইথিয়া : বৃষ্টিতে জলমগ্ন সাঁইথিয়ায় ময়ূরাক্ষীর ফেরিঘাট। বৃষ্টির ফলে জলের তলায় সাঁইথিয়ায় ময়ূরাক্ষীর দু’টি গুরুত্বপূর্ণ ফেরিঘাট। ফেরিঘাট দু’টিই একদিকে বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বিশেষ সহায়ক বলে স্থানীয় মানুষজন জানান। তাঁদের আরও বক্তব্য, প্রতিবারই টানা বৃষ্টি হলেই ফেরিঘাট দু’টি জলের তলায় চলে যায়। এর ফলে লরি, টোটো ও সাধারণ মানুষের যাতায়াতের বড় ভোগান্তি তৈরি হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment