



ক্ষোভ দিদির দূতের কাছে
সাশ্রয় নিউজ ★ বোলপুর : দিদির দূতের কাছে ক্ষোভ উগরে দিলেন বীরভূমের দুবরাজপুর-এর বাসিন্দারা। দিদির দূত কর্মসূচি গিয়ে এলাকার মানুষের দূর্দশার কথা শুনলেন, এলাকার বিধায়ক। এলাকায় শৌচাগার, পানীয় জল, রাস্তাঘাট কিছুই হয়নি বলে এলাকাবাসীরা অভিযোগ জানান এলাকার বিধায়কের কাছে। বিধায়ককে হাতের কাছে পেয়ে, গৃহহীনরা শোনান আবাস যোজনার বাড়ি না পাওয়ার কথাও।
