Sasraya News

Binay Tamang : অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়

Listen

অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়

সাশ্রয় নিউজ ★ কালিপং : কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল (TMC) ছেড়ে আসা বিনয় তামং (Binay Tamang)। রবিবার কালিম্পংয়ে জাতীয় কংগ্রেসের (National Congress) এক দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) প্রদেশ সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতার হাত থেকে ওই কর্মসূচীতেই কংগ্রেসের পতাকা ধরেন বিনয় তামং (Binay Tamang)। প্রসঙ্গত, পাহাড়ের রাজনীতিতে পরিচিত মুখ বিনয়। তিনি পরিচিত ছিলেন জিএনএলএফ নেতা (GNLF) হিসেবেই। তারপর বিমল গুরুং-এর সঙ্গে তৈরি করেন গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Jana Mukti Morcha)।  সূত্রের খবর, গত এক বছর ধরে বিনয়ের বিজেপি, হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চাতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যায় রাজনৈতিক ওয়াকিবহাল মহলে। কিন্তু রবিবার কংগ্রেসের দলীয় কর্মসূচীতে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে বিনয় তামং যোগ (Binay Tamang) দিলেন জাতীয় কংগ্রেসে (National Congress)। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read