Sasraya News

Saturday, June 14, 2025

Bikash Bhavan : চাকরিহারাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

Listen

সাশ্রয় নিউজ ★ সল্টলেক : রাজ্যের চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ। বৃহস্পতিবার সন্ধেয় রণক্ষেত্রের আকার নেয় বিকাশ ভবন চত্বর। সেখানে বিশাল পুলিশ বাহিনী লক্ষ্য করা যায়।

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা এদিন বিকাশ ভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন। সন্ধেবেলা নাগাদ বিকাশ ভবনের সরকারি কর্মীরা বেরিয়ে আসতে চেষ্টা করেন। পুলিশী প্রহরায় তাঁদের বের করে নিয়ে আসা চেষ্টা হয় বলে সূত্রের খবর।

এমন সময় চাকরিহারাদের বাধার মুখে পড়ে পুলিশ। দু’পক্ষের ভেতর ধ্বস্তাধস্তি থেকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বলে জানা যায়।

পুলিশ লাঠি চার্জ শুরু করলে ঘটনাস্থল রণক্ষেত্রের আকার নেয় বলে উল্লেখ। পুলিশের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে। তাঁদের লাঠির আঘাতে অনেক চাকরিহারা মহিলা ও পুরুষরা গুরুতর আহত।

এদিন, চাকরিহারাদের আন্দোলনে উপস্থিত হন, আরজি কর আন্দোলনের মুখ, অনিকেত মাহাতো। তাঁর কথায়,’একাধিক শিক্ষক-শিক্ষাকর্মী গুরুতর আহত হয়েছে পুলিশের লাঠি খেয়ে। আঘাত গুরুতর। বেশ ক’য়েকজনের পা ভেঙেছে।’

আহতদের অনেকেই বিধাননগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লখ। প্রসঙ্গত, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে এলাকায় র‍্যাফ মোতায়েন হয়।

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature | 11th May 2024, Sunday| Issue 64 | সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | ১১ মে ২০২৫, রবিবার | সংখ্যা ৬৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read