



কালীপুজোর মণ্ডপে গুলিবিদ্ধ তৃণমূল নেতা
সাশ্রয় নিউজ ★ ভাটপাড়া : আলোর উৎসবের আনন্দে বিষাদ নামল ভাটপাড়ায়। ভাটপাড়ায় মণ্ডপে গুলি চলেছে বলে খবর। গুলিতে আহত হয়েছেন একজন। ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের একটি কালীপুজোর মণ্ডপে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা গুলি চালায় বলে বিশেষসূত্রে জানা যায়। আহত ব্যক্তি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। জানা যায়, তাঁর নাম রাজ পাণ্ডে। রাজ তৃণমূল পুর-কাউন্সিলর ভাগ্নে এবং একজন তৃণমূল কর্মী বলে খবর। দুষ্কৃতিরা তিনটি বাইক এসে রাজকে গুলি করে বলে জানান, কাউন্সিলর। তিনি আরও জানান যে, ওইসময় রাজ মণ্ডপে বসেছিলেন। কেন? তৃণমূল নেতার ওপর দুষ্কৃতিরা আক্রমণ করেছে, জানা যায়নি। গুলি চালানোর ঘটনার তদন্ত করছে পুলিশ।
